১ জানুয়ারি প্রাথমিকের বই উত্সব

22/11/2013 07:05

১ জানুয়ারি পাঠ্যপুস্তক উত্সব নিশ্চিত
করতে নির্ধারিত সময়ের আগে সব বই
জেলা-উপজেলায় পৌঁছনোর তাগিদ
দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম
নাহিদ। তিনি গতকাল বৃহস্পতিবার
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক
বোর্ড (এনসিটিবি) পরিদর্শন
করে প্রতিষ্ঠানের কর্মকর্তা-
কর্মচারীদের এই তাগিদ দেন। এ সময়
এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর
শফিকুর রহমান ও সদস্যরাসহ ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যে-কোনও
পরিস্থিতিতে বই দেওয়ার সব কার্যক্রম
সম্পন্ন করতে হবে। কোনও অজুহাত ও
গাফিলতি সহ্য করা হবে না।
নুরুল ইসলাম নাহিদ এনসিটিবির
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ২০১৪
সালের ১
জানুয়ারি বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান
কর্মসূচির
অগ্রগতি নিয়ে আলোচনা করেন। বই
প্রদান কর্মসূচির অগ্রগতিতে সন্তোষ
প্রকাশ করেন তিনি।
২০১৪ সালের ১ জানুয়ারি পাঠ্যপুস্তক
উত্সব দিবসে ৩০ কোটি বই প্রাথমিক
ও মাধ্যমিক স্তরে সব শিক্ষার্থীর
মাঝে বিনামূলে বিতরণ করা হবে।