আদালতে কাঁদলেন বিশ্বজিতের বাবা

15/09/2013 19:31

আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন
বিরোধী দলের অবরোধের সময় ছাত্রলীগের
হামলায় নিহত বিশ্বজিৎ দাসের বাবা অনন্ত
চন্দ্র দাস, জানালেন সন্তান হত্যাকারীদের
ফাঁসির দাবি।
আলোচিত এই মামলায় রোববার ঢাকার চার
নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন
অনন্ত দাস। এর আগে গত ১২ সেপ্টেম্বর সাক্ষ্য
দিয়েছিলেন নিহতের ভাই উত্তম কুমার দাস।
ট্রাইব্যুনালে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে ছেলের
মৃত দেহের সৎকার ও ধর্মীয় অনুষ্ঠানের
বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনন্ত।
“আমার ছেলেকে বিনা দোষে হত্যা করা হয়েছে,”
বলে আদালতের কাছে আসামিদের ফাঁসির
দাবি জানান তিনি।
বিশ্বজিতের বাবার সাক্ষ্য নেয়ার সময় আসামির
কাঠগড়ায় ছিলেন কারাবন্দি আটজন, যারা সবাই
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-
কর্মী।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের
অবরোধের সময় বাহাদুর শাহ পার্কের
কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় পুরান
ঢাকার দরজি দোকানি যুবক বিশ্বজিৎকে।